ধর্মগড় কাশিপুর কলেজ  

DHARMOGOR KASHIPUR COLLEGE

 “আমরা মানসম্মত শিক্ষার পাশাপাশি নীতি ও নৈতিকতা সম্পন্ন আদর্শ মানুষ তৈরিতে বিশ্বাসী”

“প্রবেশ কর জ্ঞান অন্বেষণে, ছড়িয়ে পড় দেশের কল্যাণে”

ইআইআইএন: ১২৯০৭৭, কলেজ কোড: ৮৪২৯, এম পি ও কোড: ৮০০৪০৭৩১০১ 

ধর্মগড় কাশিপুর কলেজ

ধর্মগড়-কাশিপুর মহাবিদ্যালয় রানীশংকৈল, ঠাকুরগাঁও বিজ্ঞান ও প্রযুক্তির এই বিশ্বে এবং বৈপ্লবিক পরিবর্তনের এ যুগে কৃষি নিরভর বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর জনপদের মনোরম শান্ত প্রাকৃতিক পরিবেশে যুগোপযোগী শিক্ষা এবং দেশবাসীর ভালবাসায় লালিত একটি স্বপ্নের বাস্তবায়ন হলো ধর্মগড়-কাশিপুর মহাবিদ্যালয় সবুজ শ্যামল ও গ্রামীন পরিমন্ডলে প্রায় ৩ একর এলাকা নিয়ে গড়ে ওঠেছে এ মহাবিদ্যালয়ের চত্তর। হাটি হাটি পা পা করে গড়ে ওঠা এ ইতিহাস। উক্ত মহাবিদ্যালয়টি এইচ, এস, সি ( বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য ) শাখার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।  ধর্মগড়-কাশিপুর মহাবিদ্যালয় রানীশংকৈল, ঠাকুরগাঁও জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত।  ১৯৯৯ইং সালে মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।  কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এই এলাকার কিছু বিদ্যানুরাগী ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্ঠা এবং এলাকবাসীর আন্তরিক সহযোগীতার প্রতি আমি কৃতজ্ঞা প্রকাশ করছি।  প্রতিষ্ঠাকালে যাদের অনন্য অবদান অনস্বীকার্য তারা হলেন মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোঃ দবিরুল ইসলাম, জনাব জেড মর্তুজা চৌধুরী তুলা সাবেক সংসদ সদস্য ঠাকুরগাঁও-২, জনাব মোঃ সামসুদ্দীন আহাম্মেদ প্রাঃ চেয়ারম্যান, জনাব মোঃ ইউনুস আলী মাস্টার, জনাব মোঃ আব্বাস আলী চেয়ারম্যান, জনাব মোঃ সেকেন্দার আলী চেয়ারম্যান, জনাব মোঃ আব্বাস আলী মাস্টার, জনাব মোঃ সাইফুল্লাহ এছাড়াও যারা মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় জমি, অর্থ, মেধা, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলকে শ্রদ্ধারভরে স্মরণ করছি। 

Scroll to Top